নেত্রকোনার পূর্বধলায় ৪৮ ঘণ্টার ব্যবধানে যমজ দুই ভাই মারা গেছেন। প্রতিবেশী ও পরিবারের লোকজনের ধারণা, এক ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অন্য ভাই মারা যান।
পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই দুই ভাই হলেন, মো. হাসেন আলী (৫৬) ও মো. হোসেন আলী (৫৬)। হাসেন আলী ঘাগড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। হোসেন আলী স্থানীয় একটি স-মিলে কাঠমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মো. হাসেন আলী গত রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে মারা যান। তার মৃত্যুর পর যমজ ভাই মো. হোসেন আলী কান্নাকাটি ও শোকাহত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার শ্বাসকষ্ট শুরু হলে ওই দিন রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে তিনিও মারা যান।
- আরও পড়ুন
ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন, আপা আর আসবে না: চট্টগ্রামের এসপি
ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, মানবিক বিপর্যয়ের শঙ্কা
হাসেন আলীর সাত ছেলে ও এক মেয়ে রয়েছেন। হোসেন আলী স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। হোসেন আলীর জানাজা গতকাল সোমবার সকালে এবং হাসেন আলীর জানাজা মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে সম্পন্ন হয়। তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
প্রতিবেশী আজাদুর রহমান বলেন, যমজ এই দুই ভাইয়ের মধ্যে ছিল গভীর সম্পর্ক। একজনের মৃত্যু অন্যজন মেনে নিতে পারেননি বলেই হয়তো এত দ্রুত চলে গেলেন তিনিও। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলম জানান, তিনি যমজ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি শুনেছেন। এটি স্বাভাবিক মৃত্যু হলেও বিষয়টি হৃদয়বিদারক বলে মন্তব্য করেন তিনি।
এইচ এম কামাল/কেএসআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/K18HM4Q