সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে। হারলেই সিরিজ হাতছাড়া। এমন পরিস্থিতিতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬৮ রানের বড় ব্যবধানেই হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সমতা ফিরিয়ে সিরিজ জয়ের সম্ভাবনাও ধরে রেখেছে টাইগাররা।
প্রথম ম্যাচেও ২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের কক্ষপথেই ছিল বাংলাদেশ; কিন্তু এক গজনফরকে পড়তে না পারায় অকাতরে উইকেট বিলাতে হয়েছে। ফলস্বরূপ ৯১ রানের বিশাল ব্যবধানে হার।
আজ অবশ্য টস জিতে ব্যাট করতে নামার পর সেই গজনফারকে বেশ ভালোভাবেই সামলেছে বাংলাদেশের ব্যাটাররা। তানজিদ তামিম এবং নাসুম আহমেদ ছাড়া আর কেউ গজনফারকে উইকেট দেয়নি। ফলে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ২৫২ রানে।
এই রান তাড়া করতে নেমে সেদিকুল্লাহ আতাল আর রহমত শাহ শুরুতে একটু প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু তাদের এই প্রতিরোধ ভেঙে পড়ে নাসুম আহমেদের ঘূর্ণিতে। শেষ পর্যন্ত ৪৩.৩ ওভারে ১৮৪ রান তুলতে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
আইএইচএস/এমকেআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/5hcC4sq