Type Here to Get Search Results !

সরকারি কর্মচারীদের খরচ তুলে ধরে পে কমিশন চেয়ারম্যানকে খোলা চিঠি

১১-২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের পক্ষে নবম পে-কমিশনের চেয়ারম্যানকে খোলা চিঠি লিখেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক। সেখানে ঢাকায় বসবাস করা একজন কর্মচারীর ছয় সদস্যের পরিবার চালাতে ন্যূনতম মাসিক খরচের হিসাব তুলে ধরে সে অনুযায়ী বেতন কাঠামো করার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (৬ আগস্ট) তিনি এ খোলা চিঠি লেখেন। চিঠিটি প্রধান উপদেষ্টা ও নবম পে-কমিশনের চেয়ারম্যানের দৃষ্টিতে আনতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিও পাঠিয়েছেন আব্দুল মালেক।

খোলা চিঠিতে আব্দুল মালেক লিখেছেন, ঢাকা মহানগরে নিম্ন গ্রেডের একজন সরকারি কর্মচারীর ছয় সদস্যবিশিষ্ট একটা পরিবার একমাস চালাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোর খরচসহ তুলে ধরলাম।

খরচের হিসাবের অংশ তিনি লেখেন, বাসা ভাড়া ন্যূনতম ১০-১৫ হাজার টাকা, বিদ্যুৎ বিল ১৫০০-৩০০০ টাকা, গ্যাস বিল সিলিন্ডার হলে নূন্যতম ৩০০০ টাকা, চাল ৪০-৫০ কেজি, আটা ৪-৬ কেজি, মসুর ডাল ২-৩ কেজি, সয়াবিন তেল ৬-৭ কেজি, পেঁয়াজ ৫-৬ কেজি, রসুন ১ থেকে দেড় কেজি, আদা আধা কেজি থেকে এক কেজি, হলুদ-মরিচ গুঁড়া ২৫০ গ্রাম করে, লবণ এক কেজি, অন্যান্য মসলা ৪০০-৫০০ টাকা, ডিস বিল/ওয়াইফাই বিল।

আব্দুল মালেক চিঠিতে আরও লেখেন, দুই ছেলেমেয়ের স্কুল কলেজের বেতন কিন্ডারগার্টেন স্কুল ও প্রাইভেট কলেজ (৫ম শ্রেণির ১২০০, কলেজ ২০০০ টাকা মাসে), বাসায় টিচারের বেতন ন্যূনতম ৪৫০০ টাকা, কাগজ-কলম ও স্কুল কলেজে যাতায়াত ভাড়া মাসে ২-৩ হাজার টাকা, বাবা-মাসহ পরিবারের কমপক্ষে একজনের চিকিৎসা খরচ, ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরলসহ অন্যান্য রোগে আক্রান্ত রোগী এখন প্রতি পরিবারে, সেই হিসাবে মেডিসিন খরচ।

চিঠিতে লেখা হয়, ডিম, মাছ, মাংস সবজি সারা মাসে ৬ সদস্য বিশিষ্ট পরিবারে যার যার প্রয়োজন মাফিক, মেহমান আপ্যায়ন, অফিসে যাতায়াত খরচ প্রতিদিন কমপক্ষে ১০০ টাকার বেশি লাগে, অফিসে টিফিন ইত্যাদি। এখানে কোন জিনিসটি আপনি বাদ দেবেন? উপরে উল্লিখিত একটা জিনিসও নেই, যা একেবারে একটা নিম্নবিত্ত পরিবারে লাগে না। সে হিসাবে ছয় সদস্যের পরিবারে প্রতিমাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হয়। এর কম হলে বাড়তি আয়ের জন্য তাকে অন্য পথ বেছে নিতে হয় পরিবারের প্রয়োজনে।

তিনি আরও লেখেন, অতএব, ছয় সদস্য বিশিষ্ট একটি পরিবার চালাতে ঢাকা মহানগরীতে অনেকেই অফিস টাইমের পরে এক্সট্রা কাজ করেন, কেউ অটোরিকশা চালান রাতের আঁধারে। এটা একজন সরকারি কর্মচারীর জন্য লজ্জাজনক বলে মনে করি। এসব খরচের হিসাব করেই পে-স্কেলের সর্বনিম্ন স্কেল নির্ধারণ করার দাবি জানাচ্ছি।

এএএইচ/এএমএ



from jagonews24.com | rss Feed https://ift.tt/octB8e3

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.