Type Here to Get Search Results !

ইরানে হামলার বিষয়ে দুই সপ্তাহ সময় নেবেন ট্রাম্প

ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় নেবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে এ কথা জানান। খবর: বিবিসির।

লেভিট জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নিকট ভবিষ্যতে আলোচনা হওয়ার একটি উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে, যা হতে পারে আবার নাও হতে পারে। এই ভিত্তিতে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবো, আমি যাবো (যুদ্ধে জড়ানো) কি না।

এর আগে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার (১৮ জুন) তাদের এক প্রতিবেদনে দাবি করে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে ইরানে সামরিক হামলার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন, তবে এখনো চূড়ান্ত নির্দেশনা জারি করেননি। এমনটিই জানিয়েছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টারা।

ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১৯ জুন) নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান নিয়ে আমার ভাবনা সম্পর্কে ওয়াল স্ট্রিট জার্নালের ধারণাও নেই।

এরও আগে বুধবার যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে ট্রাম্প বলেন, আমি করতেও পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।

ইএ



from jagonews24.com | rss Feed https://ift.tt/5PSj0Fq

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.