Type Here to Get Search Results !

চীন সফর শেষে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধিদল

চীনে পাঁচদিনের সফর শেষে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল। শুক্রবার (২৭ জুন) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। আমাদের সফরটা ছিল মূলত রাজনৈতিক।

চীন সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সফরকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

তিনি বলেন, আমরা অভিভূত হয়েছি যে, কয়েক বছরে চীন অন্য এক উচ্চতায় পৌঁছেছে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক শক্তি দিয়ে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীনে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির পক্ষ থেকেও দুই দলের মধ্যে সংলাপের জন্য সিপিসিকে দাওয়াত করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে দেশে ফেরার বিমানে ওঠার আগে শুক্রবার চীনের শিয়ান বিমানবন্দরে মির্জা ফখরুল বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধিদলের সফরের মধ্যে দিয়ে দুই দলের নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে।

শায়রুল কবির খান জানান, চীন সফরের শেষ দিনে শুক্রবার সানঝি প্রদেশের জিয়ান শহরতলিতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করে বিএনপির প্রতিনিধিদল। প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন কমিউনিটি কমিটির সেক্রেটারি। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করে তুলে ধরেন বিএনপির প্রতিনিধিদলের সামনে।

সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধিদল। পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আনুষ্ঠানিক বিদায় জানান। ২৩ জুন চীনে যায় বিএনপির ৯ সদস্যের প্রতিনিধিদল।

কেএইচ/এসআর

 



from jagonews24.com | rss Feed https://ift.tt/nMwq5xJ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.