Type Here to Get Search Results !

ভোটের সময় টাকা দিয়ে জনগণকে প্রভাবিত করা যায়: সারজিস

নির্বাচনের সময় টাকার বিনিময়ে জনগণকে প্রভাবিত করা যায় এবং সেটি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৮ জুন) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন হলে আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৫ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, যে কোনো একটা আসনে আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ে একজন সংসদ সদস্য নির্বাচিত হতে শতকোটি টাকা খরচ করেছে। এই শতকোটি টাকা একজন এমপির পক্ষে বৈধভাবে সারা জীবনেও উপার্জন করা সম্ভব নয়। আবার জনগণও অর্থের বিনিময়ে ভোটের সময় প্রভাবিত হয়েছে।

আরও পড়ুন

এনসিপির এ নেতা বলেন, আলটিমেটলি বিষয়টা দাঁড়িয়েছে যে, অর্থ দিয়ে জনগণকে প্রভাবিত করা যায়। রাজনীতিবিদদের অর্থ প্রয়োজন, স্টাবলিশমেন্টের সঙ্গে ফাইট করার জন্য অর্থ প্রয়োজন। এই অর্থের জন্য তারা (রাজনীতিবিদরা) আবার বিজনেসম্যানদের সঙ্গে বিভিন্ন অনৈতিক নেগোসিয়েশনে হাত মিলিয়েছে।

তিনি বলেন, এই রাজনীতিবিদরা সরকারের টেন্ডার থেকে শুরু করে যত ধরনের অপরচুনিটি আছে এগুলো অযৌক্তিকভাবে কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করে ফেলেছে। সব সুযোগ-সুবিধা অল্প কিছু মানুষের মধ্যে দিয়েছে।

সারজিস বলেন, বিগত ১৬ বছর ধরে বা এরও আগে থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে এমন একটা কালচার স্টাবলিশ করেছে এবং জনগণ এটিতে সঙ্গ দিয়েছে। জনগণকে আলাদা করে ফেলা যাবে না, সবাই সাধু নন। জনগণ ওই কালচারটায় সঙ্গ দিয়েছে।

এনএস/এমকেআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/A48CP7T

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.