Type Here to Get Search Results !

তহবিলের অভাবে রোহিঙ্গা সংকট আরও গভীর: ওআইসিতে পররাষ্ট্র উপদেষ্টা

তহবিল সংকটের কারণে রোহিঙ্গা সংকট দিন দিন আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২২ জুন) তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক সেশনে একথা বলেন তিনি।

বক্তব্যে তিনি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় অর্থায়নের আহ্বান জানান ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি।

পাশাপাশি কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করতেও তাদের এগিয়ে আসার অনুরোধ জানান।

তৌহিদ হোসেন বলেন, পর্যাপ্ত তহবিলের অভাবে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তাও ব্যাহত হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সহযোগিতা আশঙ্কাজনকভাবে কমে গেছে।

তিনি জানান, ২০২৪ সালের জন্য জাতিসংঘ যে পরিমাণ তহবিল চেয়েছে, তার মাত্র ৬৮ শতাংশ গত বছর সংগ্রহ করা সম্ভব হয়েছে। ফলে সংকটে পড়েছে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো জরুরি সহায়তা কার্যক্রম।

চরম তহবিল ঘাটতির উদাহরণ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ৩ জুন থেকে ইউনিসেফ তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। পাশাপাশি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) খাদ্য রেশন কমিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় তহবিল না পেলে রেশন আরও কমে যাবে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আইনি প্রক্রিয়াও সমান গুরুত্বপূর্ণ উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার অর্থায়নে ওআইসি দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে এ ক্ষেত্রে অবদান রাখার আহ্বান জানান।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করে আসছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকটের স্থায়ী সমাধান রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন, তবে তার আগে মানবিক সহায়তার ধারাবাহিকতা নিশ্চিত করতেই হবে।

জেপি/এমএমএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/Cex9mzs

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.