Type Here to Get Search Results !

প্রশান্ত মহাসাগরের দিকে উড়াল দিয়েছে বি-২ স্টিলথ বোমারু বিমান

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বি-২ স্টিলথ বোমারু বিমান দেশটির পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

খবরে বলা হয়, মিসৌরির জনসন কাউন্টিতে অবস্থিত হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে দুই থেকে চারটি বি-২ স্টিলথ বোমারু বিমান ও ছয়টি রিফুয়েলিং বিমান গুয়ামের নৌঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়েছে।

বি-২ বোমারু বিমান ৩০ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার-বাস্টার বোমা বহন করতে পারে। এই বিমান দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছেন।

বি-২ স্পিরিট বিমান তৈরি করেছে নর্থরোপ গ্রুমম্যান। রাডার দিয়ে সহজে একে শনাক্ত করা যায় না। প্রচলিত ও নিউক্লীয় উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে সক্ষম বি-২ স্পিরিট। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ২০টি বি-২ স্পিরিট পরিচালনা করছে।

স্নায়ুযুদ্ধকে সামনে রেখে এই বিমানগুলো নির্মাণ করা হলেও, পরবর্তীসময় বিমানগুলো ১৯৯৯ সালের কসোভো যুদ্ধে সাইবেরিয়াতে এবং ইরাক যুদ্ধ ও ২০০১ সালের আফগান যুদ্ধেও ব্যবহৃত হয়েছে।

বিএ



from jagonews24.com | rss Feed https://ift.tt/NhqY5JA

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.