Type Here to Get Search Results !

সিলেটের সাবেক মেয়রসহ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিলের জের ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া ছাত্রলীগের দুই নেতার বাসায়ও হামলা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা আওয়ামী লীগ নেতাদের বাসার বিভিন্ন জিনিসপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করেন।

এর আগে বুধবার ভোরে নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় ১৫-২০ জন ছাত্রলীগকর্মী ঝটিকা মিছিল করে। এসময় তারা লিফলেটও বিতরণ করে। মিছিলের ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল। মিছিলে নাদেলের নামে স্লোগান দিতেও শোনা যায়।এ ঘটনার পর বুধবার বিকেলে নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করে ছাত্রদল। এতে কিছুটা উত্তাপ ছড়িয়ে পড়ে। পরে মিছিলকারীদের মধ্যে চারজনকে আটক করে পুলিশ।

এদিকে, ছাত্রলীগের মিছিলের জের ধরে বুধবার সন্ধ্যায় নগরীর হাউজিং এস্টেট এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় কয়েকজন মিছিল সহকারে এসে ঢুকে পড়ে। এসময় তারা বাসার সিসি ক্যামেরা ও ল্যাফটপ ভাঙচুর করে।

আরও কিছু সময় পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা বাসায় ভাঙচুর করে। এছাড়া নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের বাসায়ও কিছু যুবক হামলা করে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বিক্ষুব্ধ ছাত্রজনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় ভাঙচুর করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মিছিলকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এরই মধ্যে চারজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

আহমেদ জামিল/এমএএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/zKt9UpI

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.