মেহেরপুরের সদর উপজেলার শোলমারিতে মৌমাছির কামড়ে আব্দুর রাজ্জাক নামে এক আলগামন চালকের মৃত্যু হয়েছে।
আব্দুর রাজ্জাক সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মর্তুজা মতু।
গোলাম মর্তুজা মতু জানান, আব্দুর রাজ্জাক আলগামন চালিয়ে তেরঘরিয়া গ্রাম থেকে শোলমারিতে আসছিলেন। শোলমারি গ্রামে পৌঁছালে কিছু মৌমাছি তাকে কামড়িয়ে আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।
আসিফ ইকবাল/এমএএইচ/
from jagonews24.com | rss Feed https://ift.tt/LnvsMld