ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। থামার আগ মুহূর্তে ট্রেনটির ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনার পর ডাউন পথের এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত সোয়া ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারের বিষয়ে সংশ্লিষ্টরা আলোচনা করছিলেন।
আবুল হাসনাত মো রাফি/এমএএইচ/
from jagonews24.com | rss Feed https://ift.tt/0X2yCiQ