Type Here to Get Search Results !

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি, ব্যবসায়ী নিহত

আশুলিয়ার নয়ারহাট এলাকায় ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দিলীপ নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে ডাকাতদল কি পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (৯ মার্চ) রাতে আশুলিয়ায় নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে দোকান বন্ধ করার সময় চারজনের ডাকাতদল দোকানে হানা দেয়। এসময় স্বর্ণ ব্যবসায়ী দিলীপকে কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রাইভেটকারে পালিয়ে যায়। যাওয়ার পথে আতঙ্ক সৃষ্টি করতে একটি ককটেল বিস্ফোরণও ঘটায় ডাকাতদল। পরে স্থানীয়রা দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মেরাজুর রহমান পাভেল বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে আহত দিলীপের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, খবর শুনে আশুলিয়া থানা, ডিবি পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজুর রহমান নিপু/এমএএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/30DgU2l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.