রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ছাত্রকে আটকের ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। সেই সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছাত্রদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তীতে দুই পক্ষ বসে একটি সুন্দর সমাধান করেছি। ভুল বোঝাবুঝির দূর হয়েছে।
এডিসি আহম্মদ আলী আরও বলেন, ছাত্রদের আটকের ঘটনায় এসআই আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। ছাত্ররা উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান ও এসআই আবু সাঈদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেগুলোর তদন্ত করব।
এর আগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে একটি বৈঠকের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্ররা। বৈঠক চলাকালে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে থাকা আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে। পরে তাদের উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়।
আটক হওয়া ছাত্ররা হলেন- ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ছাত্র আসিফুল হক রবিন, উত্তরা টাউন ডিগ্রি কলেজের আকাশ ও গাজীপুরের বিএএসটির ছাত্র বাপ্পি।
এদিকে ছাত্রদের আটকের খবর ছড়িয়ে পড়লে উত্তরার অন্য ছাত্ররা তাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ এবং উত্তরা পশ্চিম থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে উত্তরা পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী আহত হন।
পরবর্তীতে খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উত্তরা পূর্ব থানায় এসে আলোচনায় বসেন। পরে রাত ৯টার দিকে আটক হওয়া ওই তিন ছাত্রকে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে ছাত্রদের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে থানা থেকে তাদের বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
টিটি/এএমএ
from jagonews24.com | rss Feed https://ift.tt/6vz8pUw