Type Here to Get Search Results !

সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুসের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে (বিজিএমইএ) প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা গোলাম কুদ্দুসের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিজিএমইএ এর সভাপতির দায়িত্ব পালন ছাড়াও তিনি বিশিষ্ট সমাজসেবক, প্রখ্যাত শিল্পপতি, তৈরি পোশাকশিল্পের অন্যতম পথিকৃৎ এবং ড্রাগন গ্রুপ, রূপালি লাইফ ইন্স্যুরেন্স ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সুপরিচিত ছিলেন।

প্রতিষ্ঠানের সম্মিলিত পরিষদের উদ্যোগে বিজিএমইএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শোকসভায় বিজিএমইএ এর সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিজিএমইএ এর সাবেক সভাপতিবৃন্দ- রেদোয়ান আহমেদ, এস এম ফজলুল হক, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম, বিজিএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনের দুই প্যানেলের লিডার আবুল কালাম ও মাহমুদ হাসান খান (বাবু) এবং প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের ছেলে মোস্তফা কিউ সুবহান (রুবেল) ও মেয়ে তাসনিয়া কামরান আনিকা।

আলোচনা সঞ্চালনা করেন আব্দুল্লাহ হিল রাকিব।

শোকসভায় প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন বিজিএমইএ সদস্যরা। পাশাপাশি তারা প্রয়াত সভাপতির জীবনের বিভিন্ন দিক, বিশেষ করে একজন দূরদর্শী নেতা হিসেবে পোশাক শিল্পের কল্যাণে তিনি যেভাবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, সেগুলো গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, পোশাক শিল্প আজ যে পর্যায়ে এসেছে, তার পেছনে রয়েছে প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের অসামান্য অবদান। বিশেষ করে তার হাত ধরেই এদেশে সোয়েটার শিল্পের বিকাশ লাভ হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এতে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

শুধু তাই নয়, মোস্তফা গোলাম কুদ্দুস শিশুশ্রম সংক্রান্ত হারকিন বিলস মোকাবিলায়ও অগ্রণী ভূমিকা পালন করেন এবং তিনি ‘আর্ন অ্যান্ড লার্ন’ কার্যক্রম চালু করেছিলেন, যা বিশ্বব্যাপী বহুল প্রশংসিত হয় বলে জানান বক্তারা।

তারা বলেন, বিজিএমইএ ভবনের স্বপ্নদ্রষ্টা, প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুস একজন বীর মুক্তিযোদ্ধা ও নিবেদিত দেশপ্রেমিক হিসেবেও বাংলাদেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন।

বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন তার বক্তব্যে প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের স্মরণে শোকসভা আয়োজনের জন্য সম্মিলিত পরিষদকে এবং এ শোকসভায় অংশ নেওয়ার জন্য ফোরামের নেতাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সোয়েটার শিল্পের পথিকৃৎ হিসেবে বিজিএমইএ তাকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এএমএ



from jagonews24.com | rss Feed https://ift.tt/cMyBiZ5

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.