Type Here to Get Search Results !

সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল মারা গেছেন

বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলাম (৮০) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৬ জানুয়ারি) সকাল নয়টার দিকে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

কাজী নজরুল ইসলাম ১৯৭৩ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি সিলেট জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি হিসেবে ২০০৩ সালের ১৫ জানুয়ারি অবসরে যান।

১৯৪৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার নারিন্দায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন।

আজ রোববার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

এরপর আইজিপি বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

টিটি/কেএসআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/jsPXUN3

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.