রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে জুলেখা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (২৭ জানুয়ারি) রাত আটটার দিকে ঝাউচর আমড়া টাওয়ার গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় জুলেখা বেগমকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
জুলেখা বেগমের বর্তমান স্বামী মো. কবির হোসেন বলেন, জুলেখা ঝাউচর আমড়া টাওয়ার গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তার সাবেক স্বামী নজরুল ইসলাম পেটে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ঘাতক নজরুল ইসলাম পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
- আরও পড়ুন
চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য বন্ধুরা দায়ী নয়’
মায়ের ডাকে ছাদ থেকে উঁকি, পড়ে প্রাণ গেলো একমাত্র ছেলের
নিহত জুলেখা বেগম বাগেরহাট জেলার মোল্লারহাট থানার আলুয়া ঢেঁকি গ্রামের নুরুদ্দিন শেখের কন্যা। তিনি হাজারীবাগ ঝাউচার এলাকায় ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/t7xSyph