Type Here to Get Search Results !

এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

খুলনা, নোয়াখালী, ফেনী ও কমলাপুর রেলস্টেশনের পর এবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলা চত্বর এলাকায় অবস্থিত উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিসপ্লে বোর্ডে লেখাটি ভেসে ওঠে। মুহূর্তেই ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হলে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

আরও পড়ুন

স্থানীয়রা জানিয়েছেন, ওই ডিজিটাল ডিসপ্লে বোর্ডটিতে সন্ধ্যার পর ইংরেজিতে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সবাই দেখতে ছুটে আসে। তবে কমিশন অফিসে চাকরিরত নৈশপ্রহরী আলমগীর হোসেন বিষয়টি জানতে পেরে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নৈশপ্রহরী আলমগীর হোসেন বলেন, শনিবার সন্ধ্যার পর হঠাৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখাটি ভেসে ওঠে। তখন একজন পথচারী লেখাটি দেখে চিৎকার দেন। দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মাসুম বিল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম জাগো নিউজকে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তখন ডিসপ্লে বোর্ডটি বন্ধ ছিল। তবে ছবি দেখেছি। ঘটনা তদন্তে কমিটি গঠনসহ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

হুসাইন মালিক/এমকেআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/4cwsaZ7

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.