Type Here to Get Search Results !

প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি চাই না: নজরুল

ভারত বাংলাদেশের জনগণের মর্যাদাকে গুরুত্ব দিচ্ছে না এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সীমান্তে যে কোনো ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা হওয়া দরকার।

তিনি বলেন, আমরা কখনো চাই না যে, নিকট প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হোক। কিন্তু, আমরা কখনো এটাও মানতে রাজি নই যে, তারা এমন কিছু করুক যাতে বোঝা যায়।

রোববার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লেবার পার্টির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, কাঁটা তারের বেড়া দিতে পারেন তারা। এটা তাদের নিজেদের নিরাপত্তার জন্য করতে পারেন। কিন্তু, প্রশ্ন হচ্ছে সেই বেড়ায় ফেলানি ঝুলে থাকবে— এটা গ্রহণযোগ্য না। আমরা মনে করি যে, সীমান্তে যে কোনো ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা হওয়া দরকার। আলোচনা করে যেটা ভালো হয়, উভয়ের কাছে গ্রহণযোগ্য, সেটা হওয়া উচিত।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বৈরশাসকের পতনের পর আমরা চেয়েছিলাম জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারুক এবং তাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে। এমন কিছু যোগ্য মানুষের হাতেই আমরা দায়িত্ব দিয়েছিলাম। আশা করছি, তারা জনগণের দুর্ভোগ যাতে কমে সে চেষ্টা করবে এবং যত দ্রুত গণতন্ত্রে ফেরত যাওয়া যায় তার ক্ষেত্র প্রস্তুত করবে।

ভ্যাট বাড়ানো প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটা বিশেষ পরিপ্রেক্ষিতে তাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা মনে করি, যে সিদ্ধান্ত জনগণের দুর্ভোগের কারণ হয় তেমন সিদ্ধান্ত নিয়ে সরকার জনপ্রিয় থাকতে পারে না। অথচ আমরা এই সরকারকে জনপ্রিয় দেখতে চাই। আমরা মনে করি যে, সরকারের অন্য পথ গ্রহণ করা দরকার। এই সরকার যদি জনপ্রিয়তা হারায়, তাহলে পতিত ফ্যাসিবাদের দোসররাই খুশি হবে। আমরা যারা আন্দোলনে ছিলাম, তারা কেউ খুশি হবো না। আমরা আশা করব, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যে সিদ্ধান্ত তাদের জনগণ থেকে দূরে সরিয়ে দেবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, একসঙ্গে যারা আন্দোলন করেছি, তাদের সবার সঙ্গে মতবিনিময় করছি। এই মতবিনিময় শেষে এ বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

কেএইচ/জেডএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/gCcbFRB

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.