Type Here to Get Search Results !

গাজীপুরে শেখ হাসিনার নামে আরও এক মামলা

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীর চোখ নষ্ট, ৫৭ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীর চোখ নষ্ট, ৫৭ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে লিখন নামের এক শিক্ষার্থীর চোখ নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৫৭ জনের নামে মামলা হয়েছে।

মামলার বিবরণ

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মামলাটি করা হয়। মামলার বাদী শ্রীপুর উপজেলার লোহাগাছিয়া গ্রামের গুলিতে আহত লিখনের বাবা মনির হোসেন। তিনি গাজীপুর মহানগরীর সদর থানার পশ্চিম জয়দেবপুরের নিয়ামত সড়ক এলাকায় বসবাস করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আসামির তালিকা

  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
  • সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল
  • গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম
  • মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি
  • সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল
  • অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জন

ঘটনার বিবরণ

মামলা সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিদের ছোড়া ছররা গুলি লিখনের (১৮) ডান চোখে লাগে এবং গায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.