Type Here to Get Search Results !

লিজেন্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪৭ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের

এবি ডি ভিলিয়ার্স যে কেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তা নিয়ে ভক্তরা আফসোস করতেই পারেন। একের পর এক ঝোড়ো সেঞ্চুরি করে যাচ্ছেন তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে। ফাইনালেও এসেও তার ব্যাটের তাণ্ডব থামেনি। এবার তিনি ৪৭ বলে সেঞ্চুরি করলেন পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে।

ইংল্যান্ডের বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (World Championship of Legends) ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান চ্যাম্পিয়ন্সরা সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান। জবাব দিতে নেমে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন ডি ভিলিয়ার্স (AB de Villiers)।

দলীয় ১২তম ওভারের শেষ বলে সাঈদ আজমলকে বাউন্ডারি মেরে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি। তাতে খেলেন মাত্র ৪৭টি বল। শেষ ৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি করেন ৪১ বছর বয়সী এ তারকা।

এর আগে হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ১৫ চার ও ৮ ছক্কায় ৪৬ বলে ১২৩ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। সেঞ্চুরি পূরণ করেন মাত্র ৩৯ বলে।

এর আগের ম্যাচেও ছিলেন বিধ্বংসী। ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে রান তাড়া করতে গিয়ে ৪১ বলে সেঞ্চুরি করেন ৭ ছক্কা ও ১৫ বাউন্ডারিতে। পরে ৫১ বলে ১১৬ রানের অপরাজিত থাকেন তিনি।

আর আজ ফাইনালে অপরাজিত থাকলেন ৬০ বলে ১২০ রানে। ১২টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মেরেছেন ৭টি।

আইএইচএস/এমকেআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/qG3LiIP

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.