শেষ টেস্টের শেষদিন পর্যন্ত ম্যাচটা যাওয়ারই কথা ছিল না। শেষ হয়ে যেতো আজই; কিন্তু বৃষ্টির বাধা এবং আলোর স্বল্পতার কারণে শেষ দিকে ৩০ ওভারেরও বেশি খেলা অনুষ্ঠিত হতে পারলো না। যার ফলে ইংল্যান্ডের জয়ের জন্য ৩৫ রান বাকি থাকতেই খেলা শেষ করে দিতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।
ইংল্যান্ডই যে এই ম্যাচে জিতবে, তা এখনো নিশ্চিত নয়। ম্যাচটা যে কেউ জিততে পারে। কারণ, ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান আর ভারতের প্রয়োজন ৪ উইকেট। ইংল্যান্ডের প্রায় প্রতিষ্ঠিত সব ব্যাটারই আউট হয়ে গেছেন।
ভরসার স্থল মাত্র জেমি স্মিথ এবং জেমি ওভার্টন। এ দু‘জনই রয়েছেন উইকেটে। এই জুটিটার ওপরই নির্ভর করছে ইংল্যান্ডের ভাগ্য। আবার ভারতের প্রাসিদ কৃষ্ণা আজ ইংলিশ ব্যাটারদের ওপর দারুণ প্রভাব বিস্তার করেছিলেন। এছাড়া মোহাম্মদ সিরাজও সমস্যা সৃষ্টি করেছিলেন ইংলিশ ব্যাটারদের ওপর। এ দু‘জন মিলে ৫ উইকেট ভাগ করে নেন।
৩৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ইংল্যান্ডকে জয়ের রাস্তায় নিয়ে আসেন হ্যারি ব্রুক এবং জো রুট। ৩৯তম টেস্ট সেঞ্চুরি করলেন জো রুট। ১০৫ রান করে আউট হয়ে যান তিনি। হ্যারি ব্রুক করেন ১১১ রান। জ্যাকব বেথেল ৫ রান করে আউট হয়ে যান।
প্রাসিধ কৃষ্ণা নেন সর্বোচ্চ ৩ উইকেট। মোহাম্মদ সিরাজ নেন ২টি এবং আকাশ দিপ নেন ১ উইকেট।
আইএইচএস/এমকেআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/B3A1ydM