রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে মোহাম্মদ জামাল হোসেন (৪০) নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারী মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, জামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
আহত জামাল হোসেনের ভাই মো. সজল বলেন, জামাল হোসেন বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক। রাতে বক্ষব্যাথি হাসপাতালে সংগঠনের অফিস ক্লাবের সামনে অজ্ঞাত দুজন মুখোশ পরে সামনে থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে আসি।
তিনি আরও জানান, জামাল হোসেন মহাখালীর বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টারে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/ইএ
from jagonews24.com | rss Feed https://ift.tt/ejY4AfD