Type Here to Get Search Results !

কানাডা সফর শেষে চট্টগ্রাম ফিরলেন মেয়র

কানাডা সফর শেষে চট্টগ্রামে ফিরেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মেয়র।

তিনি বিমানবন্দরে পৌঁছালে চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির সদস্য মো. কামরুল ইসলাম তাকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

এর আগে কানাডা সফর শেষে বুধবার (২৩ জুলাই) রাতে ঢাকা পৌঁছান মেয়র। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২ সিটি করপোরেশনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রথম হওয়ার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র গত ১ জুলাই কানাডা গমন করেন। সফরকালে তিনি বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর সেবা, পরিবেশবান্ধব নগর গড়ার পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে মতবিনিময় করেন তিনি।

সফরের উল্লেখযোগ্য অংশ হিসেবে কানাডার মন্ট্রিয়লের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চসিক পরিচালিত প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে একটি কৌশলগত শিক্ষা বিনিময় চুক্তি সইয়ের উদ্যোগ নেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে করে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, টরেন্টোর বাংলা টাউনের ড্যানফোর্থ এলাকায় অন্টারিও প্রদেশের সংসদ সদস্য (এমপিপি) মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র। সাক্ষাতে জলবায়ু সহনশীলতা, উদ্যোক্তা উন্নয়ন (স্টার্টআপ) ও নার্সিং খাতে দক্ষ জনশক্তি গঠনে যৌথ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

টরেন্টো সিটি হলে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে টরেন্টোর মেয়র অলিভিয়া চৌ এবং এমপিপি ডলি বেগমের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নগরের মধ্যে কৌশলগত সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্বাস্থ্যখাতে প্রশিক্ষিত জনবল আদান-প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

এসআর

 



from jagonews24.com | rss Feed https://ift.tt/nMLlqCp

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.