সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশে বৃষ্টি বেড়েছে। বৃষ্টি হচ্ছে রাজধানীতেও। রোববার (২৭ জুলাই) দিনভর গরম থাকলেও সন্ধ্যার পর থেকে জনমনে স্বস্তি বয়ে এনেছে বৃষ্টি। এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টি সোমবারও (২৮ জুলাই) থাকবে।
এদিকে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।
রোববার সন্ধায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও বাকী ৬ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে, বুধবার (৩০ জুলাই) থেকে দেশে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় ঢাকায় বৃষ্টি কমতে পারে।
আরএএস/এসএএইচ
from jagonews24.com | rss Feed https://ift.tt/gXWjTw0