Type Here to Get Search Results !

প্রিজনভ্যানে অঝোরে কাঁদলেন পলক, একজন বললেন ‘ভাই কাইন্দেন না’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজিরা দিতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এসময় পুলিশের প্রিজনভ্যানে দাঁড়িয়ে অঝোরে কান্না করেন তিনি।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এদিন এলাকার লোকদের দেখতে পেয়ে তিনি কাঁদতে থাকেন। তখন দেখা যায়, পলকের দুই হাত পেছনে নিয়ে পরানো রয়েছে হাতকড়া। তার মাথায় পুলিশের হেলমেট। বুকে বুলেটপ্রুফ জ্যাকেট।

হাজতখানার অদূরে রাখা ছিল প্রিজনভ্যান। সেদিকে পলককে নিয়ে যাচ্ছিল পুলিশ। এসময় পলকের কাছাকাছি চলে আসেন তার এলাকার কিছু মানুষ। তাদের দেখে পলক হাসতে থাকেন। কয়েকজন পলককে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘আপনার জন্য দোয়া করি।’ তখন পলক তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।’

ততক্ষণে পলককে প্রিজনভ্যানের ভেতরে নিয়ে যায় পুলিশ। প্রিজনভ্যানে তুলে তার দুই হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাতকড়া খুলে দেওয়া হয়। তার মাথারও হেলমেট খুলে নেওয়া হয়।

এরপর দেখা যায়, প্রিজনভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোকজনের উদ্দেশে বলতে থাকেন, ‘আমার জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাইকেন।’

তখন একজন বলেন, ‘কোনো টেনশন কইরেন না, ভাই।’ এ কথা শোনার পর পলক কাঁদতে শুরু করেন। তখন সেই লোক বলতে থাকেন, ‘পলক ভাই, কাইন্দেন না।’ এরপর ধীরে ধীরে পলককে নিয়ে কারাগারের দিকে রওনা হয় প্রিজনভ্যান। গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করে পুলিশ।

আদালত সূত্রে জানা যায়, অর্থপাচার মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য আজ বুধবার দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ তথ্য নিশ্চিত করেছেন পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

গত বছরের ১২ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পলকের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। মামলায় জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন অভিযোগ আনা হয়।

এমআইএন/কেএসআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/982N1Jr

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.