রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় নুরের চালা প্রাইমারি স্কুলের পাশের একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। বুধবার (২ জুলাই) রাতে এই দুর্ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন, মো. হালিম শেখ (৫০), মো. হানিফ শেখ (২৪), শিউলি বেগম (৪৫) ও রহিমা বেগম (৫০)। তাদের মধ্যে হালিম শেখ ও হানিফ শেখের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীর প্রায় ৭০ শতাংশের ওপরে দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা সাগর আহমেদ নামের এক স্বজন জানান, সন্ধ্যা ৭টার দিকে রান্না করার সময় চুলায় আগুন দেওয়া মাত্রই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে এখন সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে
তিনি আরও জানান, তারা ভাটারার নতুন বাজারের নুরের চালা প্রাইমারি স্কুলের পাশে একটি টিনসেড বাসায় ভাড়া থাকতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভাটারা থেকে দুই নারীসহ মোট চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে হালিম শেখ ও হানিফ শেখের শরীরের প্রায় ৭০ শতাংশের ওপরে দগ্ধ হয়েছে। আর শিউলি বেগম ও রহিমা বেগমের শরীরের ৪০ শতাংশের বেশি দগ্ধ হয়ে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালীতেও দগ্ধ রয়েছে। তাদের ড্রেসিং চলছে, ড্রেসিং শেষ করে ভর্তি দেওয়া হবে।
কাজী আল আমিন/এমআইএইচএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/LVWwQBi