Type Here to Get Search Results !

চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী

এবার রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়েছেন এক ছিনতাইকারী। ব্যাগ ছিনিয়ে চাপাতি হাতেই দিব্বি পুলিশের সামনে দিয়ে চলে যান ওই যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ঘটনার পর পথচারীদের থেকে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সদস্যরা। তবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কিংবা ছিনতাইকারী কাউকে পায়নি পুলিশ।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেননি। এরপরও পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের পর আইনের আওতায় আনতে চেষ্টা করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক এক যুবককে চাপাতি হতে ভয় দেখাচ্ছেন কালো প্যান্ট পরা এক ছিনতাইকারী। একপর্যায়ে ব্যাগটি নিয়ে রাস্তা পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই ছিনতাইকারী। ওই সময় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য। চাপাতি হাতে তাদের সামনে দিয়েই যেতে দেখা যায় ছিনতাইকারীকে।

ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশকিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার তাকিয়ে দেখছিলেন। ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল ধানমন্ডি ৩২ নম্বরের দিকে। নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে।

টিটি/এমআইএইচএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/h2xlef0

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.