Type Here to Get Search Results !

শাহজালালে দাঁড়িয়ে থাকা বিমানে ট্রলি ব্যাগের ধাক্কা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফটে ধাক্কা দিয়েছে একটি লাগেজ ট্রলি ব্যাগ। এতে বোয়িং এয়ারক্রাফটি বাইরের দিকে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় বিমানের ভেতরে কোনো যাত্রী ছিল না।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারক্রাফটটি পার্কিং করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।

বিমান সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে। ফ্লাইটটি পার্কিং বে’তে এসে থামে। ফ্লাইট থেকে যাত্রীদের নামানো হয়। সেসব যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য একটি খাঁচা ট্রলি সেখানে উপস্থিত হয়। পাশের পার্কিং বে’তে বিমানের অভ্যন্তরীণ রুট পরিচালনা করা ড্যাশ ৮ উড্ডয়নে প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি যখন ডানে ঘোরে পাখার তীব্র বাতাসে খাঁচা থেকে ট্রলি ব্যাগ উড়ে বোয়িং ৭৩৭ এয়ারক্রাফটে ধাক্কা লাগে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলিটা চলন্ত অবস্থায় ছিল না, স্থির অবস্থায় ছিল। তীব্র বাতাসে এটি মুভ করে প্লেনে ধাক্কা দিয়েছে। তখন ভেতরে কোনো যাত্রী ছিল না। ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত আছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।

এমএমএ/এমআরএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/m1xQe3g

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.