Type Here to Get Search Results !

তিন দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

বেতনবৈষম্য নিরসনসহ তিন দফা দাবিতে এবার ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

বুধবার (২৫ জুন) রাতে ‘প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মসূচি ঘোষণা করে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী—আগামী ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি করবেন সহকারী শিক্ষকরা। এ কর্মসূচি সফল করতে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন করা হবে।

আগামী ১২ জুলাই চট্টগ্রাম বিভাগে প্রতিনিধি সম্মেলন দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে ১৯ জুলাই সিলেট বিভাগে, ২৬ জুলাই খুলনায়, ২ আগস্ট রাজশাহী ও রংপুরে, ৯ আগস্ট বরিশালে প্রতিনিধি সম্মেলন করবেন প্রাথমিক শিক্ষকরা।

ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের প্রতি সম্মান জানিয়ে আমরা আগামী মাসে (জুলাই) কোনো কর্মসূচি দিচ্ছি না। আগস্টে আমরা ঢাকা মহাসমাবেশ করবো।’

তিনি বলেন, ‘আমরা ধারাবাহিক কর্মসূচি করে আসছি। প্রথম এক ঘণ্টা, পরে দুই ঘণ্টা, অর্ধদিবস এবং পূর্ণদিবস কর্মবিরতি করেছি। সরকার আমাদের সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছিল। সেজন্য আমরা কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো পদক্ষেপ দেখছি না। সেজন্য আমরা মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছি।’

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি

১. সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।

২. ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

এর আগে গত ২৬ মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন সহকারী শিক্ষকরা। এতে দেশের সাড়ে ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে যায়। শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় স্কুলে এসেও ফিরে যেতে বাধ্য হয় শিশু শিক্ষার্থীরা।

পরে ২৯ মে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ‘প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ নেতারা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে সাড়ে তিন লাখই সহকারী শিক্ষক। বর্তমানে প্রাথমিকের প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

এএএইচ/ইএ



from jagonews24.com | rss Feed https://ift.tt/OlKoGqp

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.