কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হোসেন আলী মোড়ল (৬৫) নামের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সোমবার (৯ জুন) বিকেলে এই ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. আরমান জানান, বিকেলে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হোসেন আলী মোড়ল। আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, হোসেন আলী মোড়ল কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ৭০৯/১। তিনি খুলনা জেলা ডুমুরিয়া থানার কালিকাপুর গ্রামের নবাব আলী মোড়লের সন্তান। তবে তিনি কি মামলায় আটক ছিলেন এই বিষয়ে কিছু জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
কাজী আল আমিন/এমআইএইচএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/d6L4aH8