Type Here to Get Search Results !

ইসরায়েলের ৫০ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে: ইরাক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে ৫০টি ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে।

ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এসব বিমান সিরিয়া-জর্ডান সীমান্ত এলাকা থেকে এসেছে।

আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি বলেন, ‘প্রথমে ২০টি বিমান প্রবেশ করে। পরে আরও ৩০টি বিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়। এসব বিমান বসরা, নাজাফ ও কারবালা শহরের ওপর দিয়ে চলে যায়।’

তিনি বলেন, ‘এই আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থি।’

গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিএ



from jagonews24.com | rss Feed https://ift.tt/xQMK2z3

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.