Type Here to Get Search Results !

সমু চৌধুরী শারীরিক-মানসিকভাবে সুস্থ: চিকিৎসক

জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টার দিকে সমু চৌধুরী শারীরিক ও মানসিকভাবে সুস্থ বলে নিশ্চিত হয়েছেন তিনি।

ডা. মোহাম্মদ জামাল উদ্দিন জাগো নিউজকে বলেন, আমি অনেকক্ষণ সমু চৌধুরীর সঙ্গে বিভিন্ন কথা বলেছি। তার কাছ থেকে বিভিন্ন কথা জানতে চেয়েছি। তিনি সব ঠিকঠাক বলেছেন। এতে বোঝা যায়, সমু চৌধুরী সুস্থ রয়েছেন।

তিনি বলেন, তবুও সমু চৌধুরীকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছি। কারণ, বয়সও-তো কম হয়নি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, সমু চৌধুরী রাতে আমাদের জানিয়েছেন তিনি এর আগেও এই মাজারে আরও ৩-৪ বার এসেছিলেন। তিনি মুখী শাহ্ মিসকিনের ভক্ত। এখনো তিনি মাজারেই অবস্থান করছেন। মাজারে পুলিশ দায়িত্বপালন করছে।

তিনি বলেন, সমু চৌধুরীর পরিবার যশোর থেকে রওনা হয়েছেন। তারা আসলে সমু চৌধুরীকে নিয়ে যাবেন। এছাড়া অভিনয় শিল্পীসংঘের কয়েকজন অভিনেতাও আসবেন বলে জানিয়েছেন।

এর আগে উপজেলার পাগলা থানার মুখী শাহ্ মিসকিনের মাজারের পাশে একটি গাছের নিচে গামছা পরে সমু চৌধুরীর শুয়ে থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে প্রথমে খালি গায়ে গামছা পরা অবস্থায় সমু চৌধুরীকে দেখা যায়। পরে অবশ্য ট্রাউজার ও গেঞ্জি পরা অবস্থায় উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের সামনে তাকে কথা বলতে শোনা যায়। অস্বাভাবিক অবস্থায় উদ্ধারের পর তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করেছেন সবাই।

jagonews24

এদিকে সমু চৌধুরীকে এমন অবস্থায় দেখতে পেয়ে ভিড় জমায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকেল গাড়িয়ে সন্ধ্যা হলে পুলিশের অনুরোধেও থানায় যাননি সমু চৌধুরী। সন্ধ্যার পর লোকজন আরও বাড়তে থাকে। এমতাবস্থায় পুলিশের পাশাপাশি মাজার প্রাঙ্গণে সেনাবাহিনী অবস্থান নেয়। এ সময় সমু চৌধুরী সবার সঙ্গে বলতে থাকেন, তিনি সুস্থ আছেন। সারারাত মাজারে ধ্যানে ছিলেন। বৃহস্পতিবার ভোরে একা একা হাঁটতে হাঁটতে পাশ দিয়ে বয়ে চলা ব্রক্ষপুত্র নদে গোসল করেছেন। গোসল করে গামছা পরে গাছতলায় শুয়ে ছিলেন। এর মধ্যে কে বা কারা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়।

এরই মধ্যে সমু চৌধুরীর সঙ্গে দেখা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আবদুল্লাহ- আল-মামুন। সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন কি না; তা জানতে চলে আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। দিনব্যাপী আলোচনায় থাকা সমু চৌধুরীর বিষয়ে রাতে চিকিৎসক জানিয়ে দেন জনপ্রিয় এই অভিনেতা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

নব্বই দশকে টেলিভিশন নাটকে দর্শক মাতিয়েছিলেন এই মঞ্চ অভিনেতা। মাঝে অভিনয় ছেড়ে গ্রামের বাড়ি যশোরে চলে গিয়েছিলেন। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন।

কামরুজ্জামান মিন্টু,/এমআরএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/Hp3Rub1

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.