টাঙ্গাইলে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, বুধবার (১৪ মে) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বাইবাস এলাকায় ভূঞাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর নেতৃত্বে এ মশাল মিছিল করা হয়। এতে টাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির সমর্থিত লোকজন ছিলেন।
স্থানীয় কয়েকজন জানান, রাতে হঠাৎ করেই জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল বের করেন একদল যুবক। পরে কিছুদূর এগিয়েই মিছিলটি শেষ করে তারা এদিক ওদিক চলে যান।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ জানান, ভিডিওটি দেখেছি। মিছিলে অংশ নেওয়া শনাক্ত হওয়াদের দ্রুতই গ্রেফতার করা হবে।
এর আগে রোববার (১১ মে) দিবাগত রাতে টাঙ্গাই শহরে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ।
আব্দুল্লাহ আল নোমান/এএমএ
from jagonews24.com | rss Feed https://ift.tt/LyTdUrY