Type Here to Get Search Results !

আঁশ তুলাকে কৃষিপণ্য ঘোষণার প্রস্তাব অনুমোদন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, উৎপাদিত আঁশ তুলাকে কৃষিপণ্য ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

আজ মঙ্গলবার (৬ মে) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে প্রেস সচিব আরও জানান, যারা তুলা উৎপাদন করতে চান তাদের জন্য কৃষিঋণ প্রাপ্তি সহজলভ্য হবে।

তিনি বলেন, সরকার গার্মেন্টস শিল্পের সম্প্রসারণ করতে চাইছে। সেক্ষেত্রে নিজস্ব কৃষি জমিতে স্থানীয়ভাবে তুলা উৎপাদন করা সম্ভব হলে সেটি সুবিধা প্রদান করবে।

এমইউ/এমএইচআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/OBR8vSQ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.