Type Here to Get Search Results !

পরিবারের নারীপ্রধানকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

পরিবারে নারীর আর্থিক ক্ষমতায়ন নিশ্চিতে প্রতিটি পরিবারের নারীপ্রধানকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কার্ডের মাধ্যমে পরিবারগুলোকে মাসিকভাবে রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশে’ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিবারের নারীপ্রধানকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। প্রতিমাসে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এতে পরিবারগুলো কিছুটা হলেও স্বাবলম্বী হবে।

কর্মসংস্থান ও তারুণ্যই অগ্রাধিকার
তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে বিএনপি সব কাজ করছে। তরুণদের কর্মপরিকল্পনা বোঝাতে গত এক মাসে বিভাগীয় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ হয়েছে। এর আগে বিভিন্ন মতাদর্শের তরুণদের নিয়ে সেমিনারও করেছি।

আরও পড়ুন

কৃষক, ক্রীড়া, ভাষা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা
তারেক রহমান বলেন, কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করা হবে। এক ফসলি চাষিদের জন্য থাকবে বিশেষ আর্থিক সহায়তা।

শিক্ষাকে প্রযুক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী করার ঘোষণা দিয়ে তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় এবং সম্ভব হলে চতুর্থ ভাষা শিখতে হবে। খেলাধুলাকে শিক্ষার অংশে পরিণত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশে নতুন পরিকল্পনা
বিএনপির লক্ষ্য ই-কমার্স ও তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন, তরুণদের কারিগরি দক্ষতা অর্জনে সুযোগ সৃষ্টি এবং দেশের স্বাস্থ্যসেবাকে প্রযুক্তিনির্ভর করা। তিনি বলেন, এই লক্ষ্যেই এক থেকে তিন বছরের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

খাল খনন ও বৃক্ষরোপণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তারেক রহমান। প্রতি পাঁচ বছরে ২৫-৩০ কোটি গাছ লাগানোর উদ্যোগের কথা বলেন তিনি।

তিনি বলেন,উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেছেন জিয়াউর রহমান। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। জনগণই বিএনপির মূলভিত্তি।

কেএইচ/এমএএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/buV9fYM

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.