Type Here to Get Search Results !

সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাকর্মীরা। এসময় তারা ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান।

সোমবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাবির ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মশাল মিছিল শুরু করেন তারা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে মিছিল শেষ করে সমাবেশ করেন।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আমরা নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে অতীতে কাজ করেছি, বর্তমানে কাজ করি এবং ভবিষ্যতেও কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমরা এখন পর্যন্ত সহিষ্ণু আচরণ করে যাচ্ছি। কিন্তু ছয়দিন পার হলেও সাম্য হত্যাকাণ্ডের বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

তিনি আরও বলেন, সাম্য হত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি মব সৃষ্টিকারী বাহিনী ভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে।

এফএআর/জেডএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/asu17wV

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.