Type Here to Get Search Results !

মসজিদে ঢুকেও রক্ষা হলো না আ. লীগ নেতার, ধরে পুলিশে দিলো স্থানীয়রা

সিলেটে সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয়দের ধাওয়া খেয়ে মসজিদে ঢুকেও রেহাই পেলেন না এক আওয়ামী লীগ নেতা। শেষ পর্যন্ত তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (১১ মে) দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলায় এ ঘটনা ঘটে।

এই আওয়ামী লীগ নেতার নাম আফসার উদ্দিন আহমেদ। তিনি কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সদর ইউনিয়নের চটিগ্রামে আফসার উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে যাওয়ার পথে চটিগ্রামের একটি রাস্তার উন্নয়নকাজ পরিদর্শন করার সময় এলাকার কিছু লোকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আফসার উদ্দিন।

একপর্যায়ে অন্যরা উত্তেজিত হয়ে পড়লে তিনি দৌড়ে পার্শ্ববর্তী মসজিদে ঢুকে পড়েন। বিক্ষুব্ধ জনতা তাকে মসজিস থেকে বের করে আনে। একপর্যায়ে তাকে মারধরও করা হয়। পরে আফসারকে উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদের বাড়ি নিয়ে যাওয়া হয়।

সেখানকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদের বাড়ির একটি কক্ষে বেশকিছু সময় কথাবার্তা হয়। সে সময় সেখানে এলাকার লোকজনও উপস্থিত ছিলেন। পরে আফসার উদ্দিন পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিএনপি নেতা মামুনুর রশীদ আরও বলেন, ওই চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের সময় এলাকার মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। তার ভাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিমের সহপাঠী। সেই ক্ষমতার অপব্যবহার করে খুব অত্যাচার করেছেন এলাকায়। তার বিরুদ্ধে বিএনপি নেতাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মামলা রয়েছে।

কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সায়েম বলেন, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আহমেদ জামিল/এসএএইচ



from jagonews24.com | rss Feed https://ift.tt/k9NW7r0

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.