Type Here to Get Search Results !

পাবনায় সড়কে প্রাণ গেলো দুই এসএসসি পরীক্ষার্থীর

 

পাবনার আমিনপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে কাশিনাথপুর-আমিনপুর সড়কের লালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নুরুস সালাম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের করিম কারীর ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়ার বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮)। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যাচ্ছিলেন এই দুই পরীক্ষার্থী। কাশীনাথপুর-আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় থেকে একটি ইজিবাইক মহাসড়কে উঠছিল। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন।

ওসি তদন্ত মো. নুরুস সালাম সিদ্দিক জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/ইএ 



from jagonews24.com | rss Feed https://ift.tt/cFTp0HG

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.