ঢাকার কেরানীগঞ্জের ঘটেশ্বর পশ্চিমপাড়া এলাকায় সাত বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে জসিম মিয়া (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শিশুটিকে ঢামেকে ভর্তি করা হয়। এর আগে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে অভিযুক্ত জসিম মিয়া তার সাততলা বাড়ির ছাদে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলমান।
কাজী আল-আমিন/ইএ
from jagonews24.com | rss Feed https://ift.tt/zQtAbsU