Type Here to Get Search Results !

এক মাসের ব্যবধানে মোহাম্মদপুরে একই ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ফের গুলি

রাজধানীর মোহাম্মদপুরে এক মাসের ব্যবধানে একই ব্যবসায়ীর বাসায় ঢুকে আবারও গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুর টাউন হল সংলগ্ন শেরশাহ শূরী রোডে ব্যবসায়ী মনির হোসেনের বাসার গ্যারেজে ঢুকে গুলি চালান মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা।

ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ বলছে, সোমবার দুপুর ২টার দিকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির মধ্যে পেছনে বসা একজন নেমে বাড়ির গ্যারেজে ঢুকে গুলি চালান। এরপর একই মোটরসাইকেলে করে পালিয়ে যান।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, এক মাস আগে গত ২৪ মার্চ শেরশাহ সূরী রোডের মনির হোসেন নামে এক ব্যবসায়ীর বাসার নিচতলায় দুই সন্ত্রাসী ঢুকে গুলি করে পালিয়ে যায়। একই বাসার গেটের সামনে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা আবার ফাঁকা গুলি করে চলে যায়।

এসি মেহেদী হাসান বলেন, আগের ঘটনার সঙ্গে এটার কোনো মিল আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগের ঘটনায় করা মামলায় একজনকে গ্রেফতারের পাশাপাশি সন্ত্রাসীদের মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

এক মাস আগের ওই ঘটনার সময় বাসায় না থাকলেও এবার বাসার নিচতলায় ছিলেন মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মনির হোসেন।

তিনি বলেন, সন্ত্রাসীরা এবার আমার কাছে কিছুই দাবি করেনি। তারা এসে এক রাউন্ড গুলি করে চলে যায়। আমাদের মতো ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতায় ভোগার বিষয়টি হতাশাজনক।

সোমবারের ঘটনার ফুটেজে দেখা যায়, ওই বাসার এক ব্যক্তি গেট খুলে দেওয়ার পর একজন একটি বাইসাইকেল নিয়ে গ্যারেজে ঢোকেন। ওই ব্যক্তি গেট লাগিয়ে দেওয়ার মুহূর্তে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গেটের সামনে এসে দাঁড়ান। এরপর মোটরসাইকেলে চালকের পেছনে বসা হেলমেট পরা ব্যক্তি নেমে ভেতরে ঢোকার সময় কোমর থেকে অস্ত্র বের করেন এবং ভেতরে দুই পা রেখে গুলি চালান। তখন গেট খুলে দেওয়া ব্যক্তি আত্মরক্ষায় বাড়ির ভেতরে দৌড়ে ঢুকে পড়েন।

টিটি/কেএসআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/Mthy0bx

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.