Type Here to Get Search Results !

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জাগো নিউজে প্রকাশিত ‘মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে ‘কোটি কোটি টাকার বাণিজ্য’ শীর্ষক নিউজের প্রতিবাদ জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (এম-ট্যাব)।

বুধবার (৩০ এপ্রিল) এম-ট্যাবের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত ওই প্রতিবাদ লিপিতে বলা হয়, ‘এম-ট্যাবের নিপীড়ন নির্যাতন ও বদলি হয়রানির শিকার মেডিকেল টেকনোলিজিস্টরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে আবেদন করলে কর্তৃপক্ষ তাদের আবেদন বিবেচনা করে বোর্ডের মাধ্যমে অথবা সরাসরি বদলি করেছে। এম-ট্যাব মেডিকেল টেকনোলজিস্টদের বৃহৎ সংগঠন হলেও কম সংখ্যক বদলি হয়েছে তাদের সুপারিশে। বিগত কয়েক মাসে অন্য সংগঠনের সুপারিশে সবচেয়ে বেশি বদলি হয়েছে। সেক্ষেত্রে শুধু এম-ট্যাবকে উদ্দেশ্য করে রিপোর্ট বিভ্রান্তিকর।’

আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠেছে সেটিও সত্যি নয় বলে দাবি করেন তারা।

রিপোর্টারের বক্তব্য
গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং বেশ কয়েকদিন মাঠের চিত্র যাচাই করে সংশ্লিষ্ট সব মহলের বক্তব্য নিয়ে প্রতিবেদন করা হয়েছে। এতে রিপোর্টারের নিজস্ব কোনো মতামত নেই। রিপোর্ট প্রকাশের পর এম-ট্যাবের নেতাকর্মীদের অনেকে প্রতিবেদনটিকে সঠিক ও তথ্যবহুল বলে মন্তব্য করেছেন, যার রেকর্ডও সংরক্ষিত।

এসইউজে/এএসএ/এমআইএইচএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/pO82tFe

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.