Type Here to Get Search Results !

৪ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ পেলো চালডাল ডটকম

দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান চালডাল ডটকম আরও প্রায় ৪৫ লাখ ডলারের নতুন বিনিয়োগ পেয়েছে। এরমধ্যে ৯০ শতাংশই অর্থাৎ চার মিলিয়ন ডলারই বিদেশি বিনিয়োগ। স্টার্টআপ বাংলাদেশের নিয়মিত রাউন্ডআপ থেকে মিলেছে বাকি ১০ শতাংশের মতো।

রোববার (২৭ এপ্রিল) রাতে চালডাল ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ ও সহ-প্রতিষ্ঠাতা ওয়াসিম আলীম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ শপআপ ১১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে, যা নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার মধ্যেই চালডাল ডটকমের বিদেশি বিনিয়োগে পাওয়ায় স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর মাঝে নতুন উদ্যোম কাজ করছে। পাশাপাশি তারা আরও সাহসী হয়ে উঠবে বলেও মনে করছেন এ খাতের বিশেষজ্ঞরা।

চালডাল ডটকমের সহ-প্রতিষ্ঠাতা ওয়াসিম আলীম জাগো নিউজকে বলেন, ওয়াই-কম্বিনেটর, স্ক্যালাসহ অনেকে আমাদের এখানে বিনিয়োগ করেছে। সম্প্রতি ১৫টির মতো বিদেশি ভেঞ্চার ক্যাপিটালের বিনিয়োগ পেয়েছি। যারা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, তাদের নাম আমরা এখনই জানাতে চাই না।

নতুন বিনিয়োগের অর্থে প্রতিষ্ঠানে কী ধরনের প্রভাব পড়বে জানতে চাইলে তিনি বলেন, নতুন বিনিয়োগের টাকা গবেষণা ও উন্নয়নের কাজেই শেষ হয়ে যাবে। সেজন্য আমরা আরও বড় বিদেশি বিনিয়োগ পাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

চালডাল ডটকম বাংলাদেশের উদ্ভাবনী মুদিদোকানভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ৩৫ মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ পেয়েছে।

জানতে চাইলে চালডাল ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ জাগো নিউজকে বলেন, অনেকদিন ধরেই আমরা নতুন বিনিয়োগ খুঁজছিলাম। এখন যা পেলাম, তা ব্যবসায় সম্প্রসারণে ব্যয় করা সম্ভব হবে না। ইনভেন্টরি ও সার্ভিসের মান বাড়াতে ব্যয় করা হবে। সে লক্ষ্যেই আমরা এবার ওয়েবে এবং লজিস্টিকে এআই ব্যবহার করতে যাচ্ছি।

চালডাল ডটকমের বিনিয়োগ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বেসিসের সাবেক সভাপতি ও বিডিজবস ডটকমের সিইও ও প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর। তিনি লিখেছেন, দেশের সবচেয়ে পরিচিত ই-কমার্স ব্র্যান্ড চালডাল সম্প্রতি সাড়ে চার মিলিয়ন ডলার নতুন ফান্ড রেইজ করেছে। কোম্পানিটির আগের ইনভেস্টর ও নতুন কিছু ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম এই রাউন্ডে বিনিয়োগ করেছে। এ নতুন রাউন্ডের বেশিরভাগই বিদেশি বিনিয়োগ হিসেবে এসেছে।

ফাহিম মাশরুর চালডাল টিমকে অভিনন্দন জানিয়ে আরও লেখেন, ২০২৫ সালে শপআপ-এরপর এই বিনিয়োগ দেশের স্টার্টআপ সেক্টরে সবচেয়ে বড় বিনিয়োগ। বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের এ কঠিন সময়ে ভালো সংবাদ তরুণ নতুন উদ্যোক্তাদের সাহস যোগাবে।

জানা যায়, চালডাল ডটকমে এখন পর্যন্ত ২৮টি প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ এসেছে। ৯টি ফান্ডিং রাউন্ড থেকে সংগ্রহ করেছে ৩০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ। সবচেয়ে বড় বিনিয়োগ পেয়েছে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর ১০ মিলিয়ন ডলার। সিড রাউন্ডে এ বিনিয়োগ পেয়েছে লন্ডনের এক্সপ্লোরেশন ক্যাপিটেলের কাছ থেকে।

এর আগে ২০২০ সালে লন্ডনের রেজর ক্যাপিটেল বি সিরিজে এবং ২০২৫ সালের ১৯ আগষ্ট সিড রাউন্ডে যুক্তরাজ্যের ওয়াই কম্বিনেটরের কাছ থেকেও বিনিয়োগ পেয়েছে চালডাল। এছাড়া ২০২৪ সালের ১৬ জুন বাংলাদেশ ভেঞ্চার্স ক্যাপিটাল থেকে এক লাখ ৭০ হাজার ডলারের বড় বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি।

পরিসংখ্যান বলছে, বাংলাদেশে ২০১৩ সালের পর থেকে স্টার্টআপের ধারণা বিস্তৃত হতে থাকে। ২০২০-২০২১ সালে তাতে দশগুণ বিনিয়োগ বেড়েছে। স্টার্টআপে যেসব বিনিয়োগ আসছে, তার ৯৫ শতাংশের বেশি বিদেশি বিনিয়োগ। স্টার্টআপগুলোতে বিনিয়োগের ৭০ শতাংশের বেশি হয়েছে ফিনটেকে (আর্থিক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান)।

এরপর লজিস্টিক ও মোবিলিটিতে ১২ দশমিক ৮৩ শতাংশ, ই-কমার্স ও রিটেইলে প্রায় ৬ শতাংশ, স্বাস্থ্যখাতে আড়াই শতাংশ, কনজ্যুমার সেবায় ২ দশমিক ২৪ শতাংশ এবং সফটওয়্যার ও প্রযুক্তিতে ১ দশমিক ৭৩ শতাংশ বিনিয়োগ এসেছে।

এএএইচ/এমএসএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/iqM8Zpw

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.