Type Here to Get Search Results !

আওয়ামী লীগ কামব্যাক করছে, আমরা শঙ্কায় আছি: নুর

দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল করা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর।

তিনি বলেন, আট মাস না যেতেই আওয়ামী লীগ কামব্যাক করছে, এটি আমরা দেখতে পাচ্ছি। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করছে এবং বিপ্লবীদের ওপর হামলাও করছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে আমরা একটু শঙ্কায় আছি। আমাদের জীবন অনিরাপদ মনে করছি।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

নূরুল হক নুর বলেন, গণহত্যার বিচারে অন্তর্বর্তী সরকারের আট মাসে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে পাইনি। আমাদের স্পষ্ট কথা, সংস্কার এবং বিচার দুটো সমান জোরালো চলবে। একই সঙ্গে নির্বাচনের যে রোডম্যাপ তৈরি করার কথা বলা হয়েছে তাও সেরে ফেলতে হবে। গত ১৬ বছরে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য যে লড়াই করেছে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সেই বিষয়ে সরকারের একটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট রোডম্যাপ থাকা দরকার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে তিনি বলেন, গত ১৬ বছরে প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের চিত্র আমরা দেখেছি। এই প্রশাসনকে যদি নিরপেক্ষ পেশাদার প্রশাসনে পরিণত করার জন্য কিছু বিধি বিধান তৈরি না করা হয়, তাহলে প্রশাসন আগের মতো একই কাজ করবে।

দোয়া ও মাহফিলে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল, কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান ইসলাম মিল্কী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সভাপতিসহ বিভিন্ন নেতাকর্মীরা।

মো. আকাশ/জেডএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/Fl2MpuQ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.