বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭৯টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে উদ্ধার করা এসব মোবাইলফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
পল্টন মডেল থানার বরাত দিয়ে তালেবুর বলেন, বিভিন্ন কারণে মোবাইলফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ৭৯টি মোবাইল দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।
তিনি বলেন, এর আগেও বিভিন্ন সময়ে পল্টন মডেল থানা পুলিশ ১৫০টিরও অধিক হারানো মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে।
এসময় হারিয়ে যাওয়া মোবাইলগুলো দ্রুত ফিরে পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
কেআর/এমআইএইচএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/9RZJaWo