Type Here to Get Search Results !

ঢাকা কলেজস্থ গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মহফিল

ঢাকা কলেজস্থ গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা কলেজের ২ নং গ্যালারিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনিসুর রহমান।

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী বলেন, গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ এই ছাত্রকল্যাণ পরিষদ। সামনের দিনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ও একযোগে ছাত্রদের কল্যাণে আরও কাজ করতে হবে।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাসিবুল হাসান সজীব বলেন, গোপালগঞ্জ জেলার ছাত্রদের যেকোনো অসুবিধা আমরা আমাদের মতো করে সমাধানের চেষ্টা করব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর কমেট, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক তাজিবুল হাসান, যুগ্ম আহ্বায়ক শামীম হাওলাদার, নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাত্রকল্যাণ পরিষদের অন্যতম উপদেষ্টা প্রদীপ অধিকারী, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুল আলম আলামিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোদোয়ান ইসলাম হিমেল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সহ-সাধারণ সম্পাদক সুজন মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সাইফুদ্দিন জিসান।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ঢাকা কলেজস্থ গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি রাহাদ মোল্লা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শাহিন মৃধা।

এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

কেএইচ/এএমএ



from jagonews24.com | rss Feed https://ift.tt/3fkXBwl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.