ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে নাগরিকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও গোপন তথ্য ক্রয়-বিক্রয়কারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ। শুক্রবার (২১মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার ওই আসামির নাম-মো. তোফায়েল হোসেন (২৯)।
পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, সিআইডি সাইবার মনিটরিং টিম নিয়মিত মনিটরিং করাকালীন সময়ে জানতে পারে যে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহৃত হতে পারে যেসব তথ্যাবলি-যেমন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্য, জন্ম নিবন্ধনপত্র, মোবাইল অপারেটর কর্তৃক কললিস্ট, লোকেশন, বায়োমেট্রিক তথ্য, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) কর্তৃক প্রদত্ত বিভিন্ন তথ্য, পাসপোর্ট, মোবাইল সিম রেজিস্ট্রেশনের ডেটাসহ বিভিন্ন গোপনীয় ব্যক্তিগত তথ্য অর্থের বিনিময়ে অসৎ উদ্দেশ্যে সন্দেহজনকভাবে লেনদেন করা হচ্ছে।
সিআইডির কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে অভিযুক্ত মো. তোফায়েল হোসেনকে (২৯) গ্রেফতার করে। পরবর্তীতে পল্টন মডেল (ডিএমপি) থানায় মামলা করা হয়েছে।
গ্রেফতারকালে তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত ২টি মোবাইল, ৪টি সিম ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়। চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/1Uuh2d5