Type Here to Get Search Results !

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

রাজধানীর পাটুয়াটুলি এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (১৮মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টায় কোতয়ালীর পাটুয়াটুলির বাটা শো-রুমের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. ফাহিম আহমেদ (২১) ও আব্দুল কাদির (৩৮)।

কোতয়ালী থানার বরাত দিয়ে ডিসি তালেবুর রহমান বলেন, সোমবার থানার একটি টহল টিম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের ডিউটি করাকালীন জানতে পারে যে কতিপয় দুষ্কৃতকারী পাটুয়াটুলি এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে টহল টিমটি রাত সাড়ে ১১টার দিকে নির্দিষ্ট স্থানে সেখানে পৌঁছায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন দুষ্কৃতকারী পালিয়ে যেতে পারলেও ফাহিম ও কাদিরকে গ্রেফতার করা সম্ভব হয়। এসময় তাদের কাছে থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে বংশাল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

ডিসি তালেবুর বলেন, গ্রেফতার হওয়া ফাহিম ও কাদির সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কোতয়ালী থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর পলাতকদের গ্রেফতারে অভিযান ও মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

কেআর/এসএএইচ



from jagonews24.com | rss Feed https://ift.tt/U0coQ5J

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.