টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তাদের শিশু সন্তান।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০)। আহত দিবস দাসের বয়স আট বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে রঞ্জিত দাস, তার স্ত্রী ও সন্তান পৌলী এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বন্দনা দাস নিহত হন। পরে হাসপাতালে মৃত্যু হয় রঞ্জিত দাসের। এছাড়া আহত অবস্থায় তাদের ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, খবর পেয়ে পুলিশ পৌলী এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিতের মৃত্যু হয়। আহত শিশু দিবস দাস হাসপাতালে চিকিৎসাধীন।
আব্দুল্লাহ আল নোমান/ইএ
from jagonews24.com | rss Feed https://ift.tt/HzTEdPR