Type Here to Get Search Results !

হায়দরাবাদকে উড়িয়ে নিজের কথার প্রমাণ দিলেন লখনৌর পান্ত

টস করার সময়ই সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক প্যাট কামিন্সকে হুমকি দিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক রিশাভ পান্ত। টস জিতে বলেছিলেন, 'আমরা আগে ব্যাটিং করবো। হায়দরাবাদ যত রানই করুক, চেজ করে জিতবো।'

মাঠে নেমে নিজের কথার বাস্তবায়ন ঘটালেন পান্ত। হায়দরাবাদকে রীতিমত উড়িয়ে দিল তার দল লখনৌ।

বৃহস্পতিবার ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ৯ উইকেটে ১৯০ রান করে হায়দরাবাদ। জবাব দিতে নেমে সেই লক্ষ্য মাত্র ১৬.১ ওভারে ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় পান্তের দল লখনৌ।

চলতি আইপিএলে এটি লখনৌর প্রথম জয়। অন্যদিকে দাপটের সঙ্গে প্রথম ম্যাচে জয় পেলেও আজ প্রথমবার হারের তিক্ত স্বাদ পেলো হায়দরাবাদ।

হায়দরাবাদের বড় স্কোর টপকে লখনৌর জয়ের মূলভিত্তি নিকোলাস পুরান ও মিচেল মার্শের ঝোড়ো ফিফটি।

২৬ বলে ৭০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন পুরান। তার সঙ্গে ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন মার্শ।

শেষ দিকে রানরেট বাড়াতে লখনৌকে সহায়তা করেন আব্দুল সামাদ। ৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে দল জিতিয়ে মাঠ ছাড়েন ডেভিড মিলার (৭ বলে ১৩)।

এর আগে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৪৭ রান করেন ট্রাভিস হেড। স্বাগতিকরা শুরুর দিকে দ্রুত গতিতে রান তুললেও ইনিংসের মাঝপথে কিছুটা ধীর হয়ে পড়ে। সেখান থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অনিকেত ভার্মা। ১৩ বলে ৩৬ রান করেন তিনি।

ভার্মা আউট হয়ে গেলে নিচের দিকে আর কেউ রান করতে পারেননি। তার আগে নিতিশ কুমার রেড্ডি ২৮ বলে ৩২ রান যোগ করেন। ১৭ বলে ২৬ রান করে আউট হন হেনরিখ ক্লাসেন। ৪ বলে ঝোড়ো গতিতে ১৮ রান তোলা অধিনায়ক কামিন্সও বেশিক্ষণ টিকতে পারেননি।

লখনৌর হয়ে বল হাতে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর। হায়দরাবাদের হয়ে ২৯ রানে ২ উইকেট নেন কামিন্স।

এমএইচ/জেএইচ



from jagonews24.com | rss Feed https://ift.tt/4Bbxk16

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.