Type Here to Get Search Results !

ঢাকা-ভৈরববাজার রুটে নতুন ট্রেন চালু হচ্ছে বুধবার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার-নরসিংদী-ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেন চালু হচ্ছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় ভৈরববাজার থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার-১ ট্রেনটিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বাগত জানানোর মাধ্যমে এর উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এর আগে রোববার (২৩ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী নতুন ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেন।

সেদিন তিনি জানান, নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। ট্রেনটি দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে।

অন্যদিকে নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন, ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পুবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দুটির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার থেকে ইস্যু করা হবে।

একই সঙ্গে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুবিধার্থে ২৬ মার্চ মানোন্নয়নকৃত ১১টি কোচ দ্বারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন করা হবে। এর ফলে বিদ্যমান আট জোড়া কমিউটার ট্রেনের কোচ নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত হবে।

মূলত এর মাধ্যমে ঢাকা, জয়দেবপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরববাজার ও এর আশপাশের কর্মজীবী মানুষ নিজ বাড়ি থেকে সহজে ঢাকায় দাপ্তরিক ও দৈনন্দিন কাজ সম্পাদন করতে সক্ষম হবেন।

এনএস/জেডএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/i1s0lQP

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.